Home / ধর্ম / আল্লাহর কাছে কিছু চাইতে মাধ্যম লাগবে কি?

আল্লাহর কাছে কিছু চাইতে মাধ্যম লাগবে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : বিভিন্ন সময় ওয়াজে শুনি, আল্লাহর কাছে চাইতে হলে কোনো একটা মাধ্যম দরকার। বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন?

উত্তর : না, এটি আল্লাহতায়ালার নির্দেশনা পরিপন্থী। আল্লাহতায়ালা বলেন, ‘তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দেবো।’ এটি আল্লাহ সুবহানাহুতায়ালার সুন্নাহ যে, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের ডাকে সাড়া দেবেন। এ জন্য কোনো তৃতীয় ব্যক্তির প্রয়োজন নেই, মধ্যস্বত্বভোগীর কোনো প্রয়োজন নেই, এটি কোনো যুগেই ছিল না। আল্লাহতায়ালার নৈকট্য লাভের জন্য অন্য কোনো মধ্যস্বত্বভোগী লাগবে, এটি মূলত ভুল কাজ, এটি বিভ্রান্তি।

About admin

Check Also

আমাদের শুক্রবার থেকে শুরু হচ্ছে রোজা

আজ বুধবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী শুক্রবার থেকে রোজা শুরু হচ্ছে। আজ …