Home / বিনোদন / এবার জাতীয় ক্রাশ’ এই সুন্দরীর গলায় শুনে নিন গান (ভিডিও)

এবার জাতীয় ক্রাশ’ এই সুন্দরীর গলায় শুনে নিন গান (ভিডিও)

‘ওরু আদার লাভ’ ছবিতেই প্রথম হাতে খড়ি প্রিয়া প্রকাশের। পাশাপাশি গানও করেন এই স্বপ্নসুন্দরী।

ভ্রু নাচানো ভিডিও চরম ভাইরাল! এবার সুন্দরীর গলায় গান শুনে নিন। ফেসবুক খুললেই এখন এক ভ্রু নাচানো সুন্দরীর প্রেমে কুপোকাৎ পুরুষদের হাহাকার। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। রাতারাতি কয়েক সেকেন্ডের ভিডিওতে বিখ্যাত হয়ে যাওয়া প্রিয়া প্রকাশ ভারিয়ার।

এই কয়েক সেকেন্ডের ভিডিওটি মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এর একটি গানের দৃশ্য। এই গানটিতেই আত্মপ্রকাশ প্রিয়ার। আর তাতেই ফেসবুকে তোলপাড়। সবাই পৌঁছে গিয়েছে সেই ক্লাসরুমের চোখে চোখে ইশারার প্রেমের দিনগুলোয়।

স্যর ম্যাডামের চোখরাঙানি আড়াল করে পছন্দের মানুষের সঙ্গে ইশারায় প্রেমালাপ আর তার পরে বন্ধুদের মাঝে তাই নিয়ে বিস্তর মশকরা— এই সব দিনগুলোতেই যেন এক নিমেষে সবাই পৌঁছে গিয়েছে। তাই ছবির নায়িকা না হয়েও হার্টথ্রব প্রিয়া।

এই ছবিতেই প্রথম হাতে খড়ি প্রিয়া প্রকাশের। পাশাপাশি গানও করেন এই স্বপ্নসুন্দরী। ‘ওরু আদার লাভ’-এর এই ভিডিও ছাড়াও সু্ন্দরীর গলায় ‘চন্না মেরেয়া’-ও এখন ফেসবুকে ভাইরাল।

‘আশিকি ২’ (২০১২) ছবির বিখ্যাত গান ‘তুম হি হো’ গানটিও গেয়েছেন তিনি। শুনে নিন রাতারাতি সেলেব হয়ে যাওয়া মেয়ের গলায় গান।

About myadmin

Check Also

কতটা সম্পদশালী শাহরুখ!

বলিউড তারকাদের মধ্যে কে কতটা ধনী সেটা যাচাই করতে হলে, কে কত টাকার কর দেন …