Home / আলোচিত ভিডিও / কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান তালুকদারের ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে ওই ইউনিয়নসহ পুরো উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, উপেজেলার ১৩নং জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান একটি কক্ষে খালি গায়ে এক মেয়ে সঙ্গীনির সাথে ইয়াবা সেবন করছেন।

ভিডিও পোস্টের সময়ানুযায়ী সোমবার (২২ জানুয়ারি) ভোরে ‘ইসলামী পেইজ’ নামে একটি ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি আপলোড করা হয়।
ভিডিওটি আপলোড হওয়ার পর মুর্হূতের মধ্যে উপজেলায় ভাইরাল হয়ে পড়ে।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ আলী মাহমদু জানান, ভিডিওটি আমিও ফেসবুকে দেখেছি। তবে আমাদের কিছু করার নেই। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়েরে। এক্ষেত্রে উপজেলা প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পারে।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. জাকারিয়া এ বিষয়ে বলেন, আমি আপনার কাছ থেকে শুনলাম বিষয়টি কেবল। তবে যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিমর্নিং

About myadmin

Check Also

বিশাল জাহাজ তৈরির পর কিভাবে সাগরে নামানো হয় দেখুন-ভিডিও

ভিডিওটি আরোও পড়ুন- এবার শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার রানী মুখার্জি! উঁহু! এই প্রথমবার এমন ঘটল না! …

Leave a Reply

Your email address will not be published.