Home / খেলাধুলা / তামিমের সাথে নতুন ওপেনারের নাম ঘোষনা করলো বিসিবি

তামিমের সাথে নতুন ওপেনারের নাম ঘোষনা করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, লিটনকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনাটা নাকি ম্যানেজার খালেদ মাহমুদের। আর এখন থেকে লিটনই তামিমের সাথে অপেনিং করবে।

ভারতের বিপক্ষে হারের পর টিম ম্যানেজমেন্টের সঙ্গে তিন সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে নিয়ে যে বৈঠকটি বিসিবি সভাপতি করেছিলেন, সেখানেই উঠে আসে লিটনকে দিয়ে ওপেন করানোর প্রস্তাবটি।

লিটন জানিয়েছেন, ম্যাচের আগেই তিনি ওপেনিংয়ের দায়িত্বের কথা জানতেন। প্রস্তুতিও নিয়েছেন সেভাবেই। তবে ওপেনিং যে তাঁর কাছে নতুন কিছু নয় জানালেন সেটিও, ‘এমন কিছু মনে হয়নি। আমি আগেও ওপেন করেছি। হয়তো খুব একটা সুযোগ পাইনি জাতীয় দলে ওপেনিং করার। আমার দায়িত্ব ছিল ভালো শুরু এনে দেওয়া, সেটাই করার চেষ্টা করেছি।’

About myadmin

Check Also

৩২.১ নম্বর আইন নিশ্চিত করছে, এটা আউট!

একেবারেই অজপাড়াগাঁয়ের একটি খেলা। যেখানে একটি আউটের সিদ্ধান্ত নিয়ে সমস্যা দেখা দেয়। সমস্যা সমাধানে তারা …