Home / বিনোদন / নিজের ছেলেকে কেন ভাই বলেন শ্রাবন্তী? কারণ জানলে অবাক হবেন!!

নিজের ছেলেকে কেন ভাই বলেন শ্রাবন্তী? কারণ জানলে অবাক হবেন!!

নিজের কাজ ও ব্যক্তি জীবন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টলিসুন্দরী শ্রাবন্তী।

এরই মাঝে সামনে চলে এসেছে রাখি বন্ধন। আর এই উৎসবের আগে পশ্চিমবঙ্গের নিউজ পোর্টাল এবেলা.ইনকে জানালেন তিনি নতুন খবর।

ফেসবুকে চ্যাটে নিজের ছেলেকে ‘ভাইয়ের মতো’ বলে মন্তব্য করে বসেছেন তিনি।

‘ছেলে কেমন আছে’, এবেলার এমন প্রশ্নের উত্তরে শ্রবান্তী বলেন, ‘দারুণ! ও তো আর আমার ছেলে নেই গো! আমার ছেলে আমার ভাই হয়ে গিয়েছে।

লম্বায় আমার সমান। আর কী পার্সোনালিটি! ভাই বলেই ডাকি এখন।’

শ্রাবন্তীর এমন উত্তরে নিউজ পোর্টলটির আশংকা এবার হয়তো ছেলের হাতেই ভাইয়ের জন্য বরাদ্দ রাখি বাঁধবেন শ্রাবন্তী।

About myadmin

Check Also

সিনেমার জন্য শরীরে একটা সুতাও না রেখে রাজি

প্রবল সুন্দরী, দুধে-আলতা গায়ের রং আর মিষ্টি ব্যবহারে সকলের কাছেই প্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। …