Home / প্রবাস / নিহত বাংলাদেশি সেনাদের প্রতি জাতিসংঘের শ্রদ্ধা

নিহত বাংলাদেশি সেনাদের প্রতি জাতিসংঘের শ্রদ্ধা

প্রবাস ডেস্ক : পশ্চিম আফ্রিকার মালিতে মাইন বিস্ফোরণে নিহত বাংলাদেশি সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার মালির জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সালেহ আনাদিফ ও জাতিসংঘ শান্তিরক্ষী মিশন মালির ফোর্স কমান্ডার প্রধান জেন পল ডেকোনিক উপস্থিত ছিলেন। এর আগে জাতিসংঘের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটিতে বাংলাদেশি শান্তিরক্ষী মিশন পরিদর্শন করেন।

গেলো ২৮শ ফেব্রুয়ারি রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে চার বাংলাদেশি সেনা নিহত হন।

এমটিনিউজ২৪.কম/

About myadmin

Check Also

সৌদি প্রবাসী বাংলাদেশী ভাইয়ের সততার পুরস্কার !!

আমি নাইট ডিউটি করি হাসপাতালে। গত কিছুদিন আগে ভোর সকালে হাসপাতালের ভেতরে আমি কিছু সৌদি …