Home / আন্তর্জাতিক / নেচে গেয়ে ভার্চুয়াল মুদ্রার কথা জানাচ্ছে ‘ভার্চুয়াল কারেন্সি গার্ল’! (ভিডিও)

নেচে গেয়ে ভার্চুয়াল মুদ্রার কথা জানাচ্ছে ‘ভার্চুয়াল কারেন্সি গার্ল’! (ভিডিও)

জাপানে ভার্চুয়াল মুদ্রার এখন রমরমা অবস্থা। বিটকয়েন থেকে শুরু করে নানা ধরনের ভার্চুয়াল মুদ্রার জয়জয়কার চলছে যেন দেশটিতে।

অনেকেই এসব মুদ্রা কেনাকাটা করছেন অনলাইনে। বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে। এ অবস্থায় অনেকেই নানা জোয়ারে গা ভাসিয়ে দিয়ে ভুল মুদ্রা কিনে ঠকছেন। আর এমন মানুষদের দলে টানার জন্যই এসেছে ব্যতিক্রমী ‘ভার্চুয়াল কারেন্সি গার্ল’।

বাস্তবে জাপানের একটি ব্যান্ড গ্রুপ ‘ভার্চুয়াল কারেন্সি গার্ল’। এ গ্রুপটির প্রত্যেক সদস্যই এক একটি ভার্চুয়াল কারেন্সির প্রতিনিধি। তাদের পরনে রয়েছে বিভিন্ন ধরনের মুখোশ আর রঙিন পোশাক। এ পোশাক ও মুখোশেই থাকছে সেই ভার্চুয়াল কারেন্সির মনোগ্রাম।

সঙ্গীতের মাধ্যমে তারা নিজেদের কারেন্সিকে যেমন তুলে ধরছেন তেমন তার প্রচারেও নেচে গেয়ে জনগণকে উদ্বুদ্ধ করছেন।

About admin

Check Also

ইতিহাসের কনিষ্ঠতম ‘শহিদ’ আট মাসের লায়লা

মায়ের স্মৃতিতে এখনো জীবন্ত আট মাসের লায়লা। জড়িয়ে থাকা আর চুমুর স্পর্শগুলো যেন এখনো লেগে …