Home / জাতীয় / শেখ হাসিনার বদলে খালেদা জিয়ার নামে দোয়া, ইমামকে পিটুনি

শেখ হাসিনার বদলে খালেদা জিয়ার নামে দোয়া, ইমামকে পিটুনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দোয়া করতে গিয়ে ভুলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম বলায় গণপিটুনির শিকার হয়েছেন এক মসজিদের ইমাম।

গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভেটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে এ ঘটনা ঘটে।

গণপিটুনির পরপর ইমাম আবু বকর সিদ্দিককে আটক করে পুলিশ। ঘণ্টা খানেক পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর বাড়ি উল্লাপাড়ার পশ্চিম বামন গ্রামে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বেলা ২টার দিকে উল্লাপাড়ার ভেটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) তানভীর ইমাম। উদ্বোধনের পর দোয়া করেন গ্রামের মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক। মোনাজাত করার সময় তিনি সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বদলে ভুলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম বলে ফেলেন। এতে স্থানীয় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাঁকে লাঞ্ছিত করেন। পরে এমপি তানভীর ইমামের নির্দেশে ইমামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানান ওসি।

About myadmin

Check Also

এবার দুই বাসের ভয়ঙ্কর প্রতিযোগিতা, বুকের ওপর দিয়েই গেল বাস!

রাজধানীর শ্যামপুর থেকে মোটরসাইকেলে গুলিস্তান যাচ্ছিলেন নাজিম উদ্দিন। ধোলাইপাড় দিয়ে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠতেই …