Home / ফটো গ্যালারি / সেক্স ডলের সঙ্গে মেলামেশা করলেই চাকরি!

সেক্স ডলের সঙ্গে মেলামেশা করলেই চাকরি!

যারা এখনও বেকার। নিয়মিত চাকরি খুঁজছেন, তাদের বেকারত্ব দূর করতে চাকরি দিচ্ছে এক ব্রিটিশ সংস্থা। বছরে বেতনের প্যাকেজ ৩৫০০০ পাউন্ড।

এখন ভাবছেন, কাজটা কি? শুনলে সবাই অবাক হবেন। ‘সেক্স ডল টেস্টার’। এ আবার কেমন চাকরি! ভেবে দেখুন সেক্স ডলটি ভাল না খারাপ, এটা টেস্ট করলেই এই বড় অঙ্কের টাকা বেতন পাওয়া যেতে পারে।

সংস্থাটির নাম ‘সিলিকন সেক্স ওয়ার্ল্ড’। এটি একটি সেক্স টয় সংস্থা। লন্ডনের হ্যাটন গার্ডেনে তাদের অফিস। সেখানে গিয়ে টেস্ট করতে হবে তাদের তৈরি সেক্স ডলগুলো। আর তাহলেই মিলবে মোটা অঙ্কের টাকা। কাজের জন্য ধরা বাঁধা কোনো সময় নেই।

এখানে চাকরির সুবাদে প্রত্যেক বছর মিলবে ২২টা ছুটি, ফ্রি জিম মেম্বারশিপ আর কোম্পানির দেয়া মোবাইল নম্বর।

ভাবছেন এখানেই কি শেষ। না এখানেই শেষ নয়। যদি পরিবারের কেউ এই চাকরিতে যোগদান করেন, তাহলে তার পরিবার ও বন্ধুরা ব্যাপক ছাড়ে সেক্স ডল পাবে। শর্ত একটাই। কোম্পানির সেক্স ডল ভালভাবে পরখ করতে হবে। তারপর একেবারে ডিটেলে ফিডব্যাক দিতে হবে কোম্পানিকে। সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গায় সেক্স ডল সংক্রান্ত সম্মেলনে অংশ নিতে হবে।

এই ইন্ডাস্ট্রিতে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চলবে। সেক্স ডলের প্রতি আগ্রহ থাকাটাই আসল। তবে কাজের ডেডলাইন দেওয়া থাকবে। আগামী ২০ মার্চ প্রার্থীদের শর্ট লিস্ট করা হবে বলে জানিয়েছেন সংস্থার মার্কেটিং ম্যানেজার রিচার্ড থর্ন। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

About admin

Check Also

সোশ্যাল মিডিয়া তোলপাড় করা বলিউড এর ১০টি ছবি

অনেকেই ভালবাসেন নিজের পছন্দের তারকাদের, কখনোও বা আইডল (ভক্তির পাত্র) হিসেবেও স্থান দিয়ে দায় । …