Home / ফটো গ্যালারি / গ্রুপ ছবি তোলার এই অসাধারণ আইডিয়াগুলো আপনিও কাজে লাগাতে পারেন!

গ্রুপ ছবি তোলার এই অসাধারণ আইডিয়াগুলো আপনিও কাজে লাগাতে পারেন!

বিভিন্ন সময় ভ্রমণে গেলে আমরা বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের ছবি তুলে থাকি। ভ্রমনের সময় আমাদের সব থেকে বেশী আগ্রহ থাকে গ্রুপ ছবি তোলার ক্ষেত্রে। কারণ অসাধারণ সেই ভ্রমনের অভিজ্ঞতা স্মরণীয় করে রাখার জন্য গ্রুপ ছবির কোন বিকল্প নেই! আর বন্ধুদের ভবিষ্যতে স্মরণ করার জন্য গ্রুপ ছবি অসাধারণ একটা মাধ্যম!

তবে গ্রুপ ছবি তোলার সময় তোলার আইডিয়াটা যদি মজার হয় তাহলে ব্যাপারটা আরও ভালো হয়। আর আমরা ভ্রমণে গেলে সব সময় চেষ্টা করি ভিন্নধর্মী কোন গ্রুপ ছবি তোলা যায় কিনা! তাই আজ ফাঁপরবাজ আপনাদের জন্য এমন কিছু অসাধারণ গ্রুপ ছবি ও ভ্রমনের ছবি সংগ্রহ করেছে যে আইডিয়াগুলো আপনারাও ব্যবহার করতে পারেন ভ্রমনের সময়!

১। ভালো থাকার জন্য আপনাকে সবসময় সুখী বা হ্যাপি থাকতে হবে!

২। বন্ধুদের বানিয়ে ফেলুন লিলিপুট!

৩। আপনাদের যদি লম্বা চুলের কোন বন্ধু থাকে তাহলে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন!

৪। খাবার খেতে আপনি যদি খুব ভালোবাসেন তাহলে এই ধরনের কিছু একটা বানিয়ে ফেলতে পারেন!

৫। গ্রুপ ছবি তোলার এই অসাধারণ আইডিয়াটা কিন্তু দারুন!

৬। এইরকম একটা ছবি কিন্তু আপনাদের বন্ধুত্বকে সারাজীবন মনে করিয়ে দেবে!

৭। সমুদ্র সৈকতে গিয়ে তুলে ফেলতে পারেন এরকম অসাধারণ একটা ছবি!

৮। প্রেমিকার সাথে এরকম একটা ছবি আপনি তুলতেই পারেন!

৯। সূর্য যখন আপনার হাতের মুঠোয়!

১০। সূর্য সমান শক্তি যখন আপনার!

তথ্যসুত্রঃ GROUND ZERO

About myadmin

Check Also

সোশ্যাল মিডিয়া তোলপাড় করা বলিউড এর ১০টি ছবি

অনেকেই ভালবাসেন নিজের পছন্দের তারকাদের, কখনোও বা আইডল (ভক্তির পাত্র) হিসেবেও স্থান দিয়ে দায় । …