Home / বিনোদন / লন্ডন থেকে সোজা ঢাকায় ফিরলেন শাকিব

লন্ডন থেকে সোজা ঢাকায় ফিরলেন শাকিব

‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং শেষ করে আজ (শুক্রবার) বিকালে ঢাকায় ফিরেছেন শাকিব খান। চ্যানেল আই অনলাইনকে শুক্রবার রাতে একথা জানিয়েছেন শাকিব খান।

টানা ২০ দিনের দেশের বাইরে শুটিং নিয়ে শাকিব জানিয়েছেন, ভালো ভাবে ‘ভাইজান এলো রে’-এর শুটিং শেষ করলাম। লন্ডনে ঠান্ডা বেশি সে কারণে একটু অসুবিধা হয়েছিলো প্রথম দিকে। তবে ভালো ভাবেই কাজ শেষ হয়েছে।

৩১ মার্চ শাকিব খান ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং এ লন্ডন যান। সেখানকার বিভিন্ন লোকেশনে এই ছবির শুটিং হয়। আগামী ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

About myadmin

Check Also

মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন মহেশ ভাট! কিন্তু কেন?

ছবিতে বিভিন্ন সময়ে নানা কারণে বিতর্কের ঝড় তুলেছে বলিউডের চলচ্চিত্র পরিচালক-প্রযোজক মহেশ ভাট। তিনি শুধু …