Home / খেলাধুলা / যে সমীকরণে প্লে-অফে খেলতে পারবে মোস্তাফিজদের মুম্বাই

যে সমীকরণে প্লে-অফে খেলতে পারবে মোস্তাফিজদের মুম্বাই

জমে উঠেছে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফ। এরই মধ্যে আইপিএলের ৪৯টি ম্যাচ শেষ হয়েছে। আর আইপিএলের ৮টি দলের মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। আর বাকি দুই আসনের জন্য লড়ে যাচ্ছে ৫টি দল। কারণ প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে দিল্লি ডেয়ারডেভিলস।

লতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে আজ ১৬ মে মুম্বাইয়ের ওয়াংখেরে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। অনলাইন-জিও টিভি, হটস্টার।

আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ন। কারণ প্লে-অফে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি জিততে হবে মুম্বাইয়ের। আইপিএলের শেষ চার নিশ্চিতের জন্য মুম্বাইয়ের যে কাজটি করতে হবে-

মুম্বাই ইন্ডিয়ান্স : ম্যাচ : ১২, জয় : ৫, হার : ৭, পয়েন্ট : ১০, নেট রানরেট : +০.৪০৫

অন্যান্য দলের তুলনায় নেট রানরেটে এগিয়ে আছে মুম্বাই। তাদের সামনে রয়েছে আরো দুইটি ম্যাচ। বাকি দুই ম্যাচে জিততে পারলে প্লে-অফ নিশ্চিত করতে পারবে তারা। একই সঙ্গে রাজস্থান ও পাঞ্জাব নিজেদের সর্বশেষ ম্যাচে হারলেই কেবল শীর্ষ চারে ওঠার স্বপ্ন দেখতে পারবে মুম্বাই।

About myadmin

Check Also

ইসরায়েলের সাথে খেলা বাতিল করলো আর্জেন্টিনা

ইসরায়েলের সাথে খেলা বাতিল করলো আর্জেন্টিনা। মেসি এবং আর্জেন্টাইন ফুটবল টীমের আপত্তির কারণে আর্জেন্টিনা বনাম …