Home / লাইফস্টাইল / কি এমন জিনিস, যা ছেলেরা ২০ মিনিটে ক্লান্ত হয়ে যায় কিন্তু মেয়েরা বলে আরও করব?

কি এমন জিনিস, যা ছেলেরা ২০ মিনিটে ক্লান্ত হয়ে যায় কিন্তু মেয়েরা বলে আরও করব?

কি এমন জিনিস- জীবনে চলার পথে নানা কঠিনত্বের সম্মুখীন হতে হয়।তা যেকোনো বিষয়েই হোক না কেনো!!কোনো সময় আমরা সফল হই আমার কখনো আমরা ব্যর্থ্য হই।

হ্যা এটার নামই জীবন।ঠিক তেমনি নানা কঠিন প্রশ্নেরও আমরা মুখোমুখি হয়ে থাকি।যার সব উত্তর আমরা নাও জানতে পারি।

এর ফলে নিরাশ হবেন না জ্ঞান বাড়ালে আপনি ছোটো হবেন না বরং জীবনে চলার পথটা আপনার সহজ হবে।চলুন আজ আমরা এমন কিছু প্রশ্নের উত্তর জানতে চলেছি,যার উত্তরআপনারা বলতে পারবেন না।

প্রশ্ন– মেয়েদের কি এমন রুপ যা সবাই দেখে কিন্তু তাঁর স্বামী দেখতে পায় না ?

উত্তর- বিধবা রুপ ।

প্রশ্ন- এমন কি জিনিস যা খাওয়া জন্যে কেনা হয় কিন্তু খাওয়া হয় না ?

উত্তর – প্লেট

প্রশ্ন- দুটি ঘরে আগুন লেগে ছিল একটা গরিবের ঘর আর একটি বড় লোকের ঘর তাহলে পুলিস কার বাড়ীর আগুন নেভাবে ?

উত্তর – পুলিশ আবার কবে থেকে আগুন নেভাতে শুরু করলো।

প্রশ্ন – কি এমন জিনিস যা ছেলেরা ২০-২৫ মিনিটে ক্লান্ত হয়ে যায় কিন্তু মেয়েরা ক্লান্ত হয় না বলে আবার করব আবার করব ?

উত্তর কেনাকাটা

About myadmin

Check Also

বিনা পয়সার যে খাবারটি আজীবন যৌবন ধরে রাখে ও নতুন চুল গজায়

সমস্যা সমাধান ও রোগ নিরাময়ের জন্য আমরা কত কিনা করি। চিকিৎসা করতে গিয়ে বেশ ক্ষতি …