Home / Uncategorized / বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বাংলাদেশে পবিত্র এই মাসের শুরু শুক্রবার থেকে।

সুবহে সাদিক বা ফজর শুরুর আগ থেকে মাগরিব পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে নিজেদের বিরত রেখে রোজা পালন করেন মুসলমানরা। পানাহারের এই সময়ে ভৌগলিক কারণে আবার দেশে দেশে ভিন্নতা লক্ষ্য করা যায়।

ভৌগলিক কারণে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি সময় আর কোন দেশে সবচেয়ে কম সময় রোজা রাখতে হয় তা জানিয়েছে গালফ নিউজ।

ওই প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হয় গ্রিনল্যান্ডে। ঘণ্টার হিসেবে এই দেশে রোজা রাখতে হবে ২০ ঘণ্টা ৮ মিনিট। আর সবচেয়ে কম সময় ১১ ঘণ্টা ৪৬ মিনিট রোজা রাখতে হবে ল্যাটিন দেশ আর্জেন্টিনায়।

আর্জেন্টিনার পরই সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে অস্ট্রেলিয়ায় ১১ ঘণ্টা ৫০ মিনিট।

ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে আইসল্যান্ডে। আইসল্যান্ডবাসীকে রোজা রাখতে হবে ২০ ঘণ্টা ৬ মিনিট। যেখানে স্পেন, তুরস্কসহ অন্যান্য দেশে রোজা রাখতে হবে প্রায় ১৬ ঘণ্টা।

আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে ইয়েমেনের রাজধানী সানায় ১৪ ঘণ্টা ২২ মিনিট।

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে রোজা রাখতে হবে প্রায় ১৫ ঘণ্টা।

About myadmin

Check Also

ফরজ গোসল করা অসম্ভব হলে কী করবেন?

জিজ্ঞাসা : এমন অবস্থায় গোসল ফরজ হয়েছে, যখন গোসল করার অবস্থা নেই, তখন ওই অবস্থায় …